সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে নারায়ণগঞ্জ-৩ ( সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবেন তারেক রহমান।আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপস্থিত সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী বাজারস্থ নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্নান আরও বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন বাদল, সদস্য বিএম ডালিম, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাদু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ যুব-বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, বিএনপির নেতা হাজী কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাদু প্রমূখ।
নাসিক ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ রুবেলের সঞ্চালনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
































আপনার মতামত লিখুন :