News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ভোটার মাঠে ফ্যাক্টর নতুন ভোটার ও প্রার্থী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৩৮ পিএম ভোটার মাঠে ফ্যাক্টর নতুন ভোটার ও প্রার্থী

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে নবীন ভোটারদের রাজনৈতিক সচেতনতা। একাধিক নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে, দীর্ঘদিনের পরিচিত মুখদের পাশাপাশি তরুণ, শিক্ষিত এবং সমাজে সক্রিয় তরুন ভোটাররা। ইতোমধ্যে এসব তরুণেরা সমাজে দৃষ্টি আকর্ষনের সাথে সাথে প্রবীনদের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করেছেন। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে রাজনীতিতে তরুনদের আধিপত্য অনেক বেশী। যেখানে থেকে পিছিয়ে গেছেন বহু প্রবীন অধিপতিরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের পর থেকে রাজনীতিতে তরুণদের আধিপত্য শুরু হয়েছে। তরুণদের হাত ধরে গণঅভ্যুত্থান সংগঠিত হবার পর অনেকেই বিশ্বাস করছেন তরুণদের হাত ধরেই আসবে পরিবর্তন। তাই রাজনৈতিক দলগুলোর কাছেও বিশেষ গুরুত্ব পাচ্ছে তরুণ প্রজন্মের ভোটাররা। এরই মধ্যে নেতৃত্বের পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে তরুনরা নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন। পুরোনো ধারার রাজনীতি করতে আসা নেতাদের দূরে ঠেলে নতুন করে রাজনীতি করার পরামর্শ দিচ্ছেন জেন জি বা তরুন ভোটাররা। এমন অবস্থায় নবীন ভোটারদের মূল্যায়ন ছাড়া বিকল্প কিছু ভাবার সুযোগ নেই প্রার্থীদের। কারণ এই নবীনদের ভোট কাছে টানতে পারলে জয় নিশ্চিত বলেই ধারনা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের একাধিক আসনে দেখা গেছে, নির্বাচনের মাঠে নতুন মুখের জয়জকার। ফুলটাইম রাজনীতিবিদদের পাশাপাশি তারাও আছেন সমান তালে এগিয়ে আছেন নতুন মুখ। তাদের প্রচার কার্যক্রমে সন্তুষ্ট হচ্ছেন তরুণ ভোটাররা। বিশেষ করে তরুণেরা আকৃষ্ট হয় এমন কর্মসূচীই হাতে নিতে হচ্ছে প্রার্থীদের। তরুণদের নিয়ে আলাদা অনুষ্ঠান করছেন প্রার্থীরা। সেখানে তরুণেরা তাদের নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরছেন এবং প্রশ্ন রাখছেন প্রার্থীর কাছে। সমাধান জানতে চাইছেন কিভাবে এই সমস্যার সমাধান করা হবে। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এর বাইরে কোন কারনে কোন রাজনৈতিক দল, নেতা ভুল কিছু করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তরুনরা। ফলে তরুণদের নিয়ে বেশ ভালোভাবেই ভাবতে হচ্ছে প্রার্থীদে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জে বিএনপির পাঁচটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ ৪, নারায়ণগঞ্জ ৫, নারায়ণগঞ্জ ২ আসনকে ঘিরে সক্রিয় আছেন নবীন প্রার্থী। বিশেষ করে দুইটি আসনে জামায়াত দিয়েছে একেবারেই নবীন প্রার্থী। একই ভাবে বিএনপি একটি আসনে নবীন প্রার্থী দিয়েছে। এনসিপি একটি আসনে দিয়েছে তরুন প্রার্থী। যারা পুরোনোদের সাথে লড়াই করছেন সমানতালে। এর নেপথ্যে শক্তি হিসেবে কাজ করছে তরুন ভোটার। কারণ তরুন প্রার্থীরাই জানেন তরুণদের মন কিভাবে জয় করতে হয়।

বিশ্লেষকদের মতে, নবীনরা পরিবর্তনের লক্ষ্য নিয়ে নিজেদের সংগঠিত করে জুলাই বিপ্লব সংগঠিত করেছেন। তাদের মধ্যে রাজনৈতিক বিচার বুদ্ধি সহ দেশ গড়ার জন্য জনগণের প্রতি দায়বদ্ধতার একটি নতুন ধারা দেখা যাচ্ছে। ইতোমধ্যে তারুন ভোটারদের প্রভাব দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। তাই রাজনৈতিক মাঠে পুরোনো প্রার্থীদের সামনে নতুন চ্যালেঞ্জ প্রবীন ভোটারদের পাশাপাশি তরুনদের মন জয় করা। যদিও ভোটের লড়াইয়ে সব শ্রেনীর ভোটারই গুরুত্বপূর্ন হিসেবে বিবেচিত হয়। তবে প্রবীনদের পুরোনো রাজনৈতিক ধারা চর্চার কারনে কিছুটা বাঁধার মুখে পড়তে পারেন নবীন প্রার্থীরা। তবুও রাজনৈতিক সচেতন তরুন ভোটারদের জন্য আশার আলো হয়ে এসেছে নবীন প্রার্থীরা।