News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ ১৪৩২

তল্লা সবুজবাগে ওয়াসার পানি সঙ্কট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:৪০ পিএম তল্লা সবুজবাগে ওয়াসার পানি সঙ্কট

ফতুল্লা থানাধীন পশ্চিমতল্লা সহ সবুজবাগ এলাকায় গত ১ সপ্তাহ যাবত ওয়াসার পানির সংকট দেখা দিয়েছে। তল্লা বড় মসজিদ ঈদগাহ মাঠে অবস্থিত পানির পাম্পটি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি পাম্প অপারেটর সিফাতকে নিয়মিত পাম্প পরিচালনায় বাধা সৃষ্টি করছে চরম অভিযোগ করেছে ওয়াসারের নির্বাহী প্রকৌশলী জোবায়ের। এসব কারণে পশ্চিম তল্লা সহ পাশ্ববর্তী মানুষ ওয়াসার পানির সংকটে ভুগছেন।

ওয়াসারের পানির সংকটের কারণে পশ্চিমতল্লা সহ সবুজবাগ এলাকাবাসী স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছেন না।

পানি না থাকার কারণে গৃহিনীরা সাংসারিককাজে নানাভাবে হয়রানীর শিকার হচ্ছেন। পানির অপর নাম হচ্ছে জীবন আর এই জীবন বাচানোর জন্য যারা বাধা সৃষ্টি করছে মহান সৃষ্টিকর্তা তাদেরকে কখনো ক্ষমা করবেন না বলে ভুক্তভোগীরা জানান।

পশ্চিমতল্লা এলাকার স্থানীয় মো. স্বপন জানান, গত ১ সপ্তাহে ধরে আমরা পানি পাচ্ছি না। বিষয়টি ওয়াসার কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন ফল পায়নি।

পানি সংকটের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। মসজিদ সহ বিভিন্ন এলাকা থেকে পানি টানতে হচ্ছে সাংসারিককাজে যোগান দিতে।