ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রাপ্ত আজহারুল ইসলাম মান্নানের প্রথমে ঝুঁকি থেকে গেলেও বর্তমান পরিস্থিতিতে তিনি সুবিধাজনক অবস্থানে চলে আসছেন। দিন দিন তার ঝুঁকি কমে যাচ্ছে। বিশেষ করে দুই ইসলামিক দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীতায় ভোটের হিসেব নিকেসে এগিয়ে থাকবেন আজহারুল ইসলাম মান্নান।
জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
আর এই তালিকায় নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আজহারুল ইসলাম মান্নান রয়েছেন। তবে এই ঘোষণার পর থেকেই আজহারুল ইসলাম মান্নানের বিরোধীতা করে বিএনপির একটি পক্ষ সরব হয়েছেন। যাদের সকলেই প্রভাবশালী। সেই সাথে তারা একের পর এক নানা কর্মসূচি পালন করে আসছেন।
সেই সাথে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পরিবর্তন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন দলীয় সাত মনোনয়ন প্রত্যাশী।
গত ১৮ নভেম্বরে দেয়া ওই আবেদনে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মোঃ গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
এসকল বিষয় নিয়ে শুরুতেই চাপের মুখে পড়ে গিয়েছিলেন আজহারুল ইসলাম মান্নান। কিন্তু শেষ পর্যন্ত তিনি সকল চাপ কাটিয়ে উঠেছেন।
এদিকে আজহারুল ইসলাম মান্নানের বিপরীতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনেক আগে থেকেই ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে। যাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি তার নির্বাচনী এলাকায় বেশ সমাদৃত।
একই সাথে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের আবেদনেও বলা হয়েছিলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী দল তাদের দলীয় প্রার্থী যাকে দিয়েছে সে স্থানীয় সুনামধন্য কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। যার মাধ্যমে প্রাথমিকভাবে দলীয় বঞ্চিত মনোনয়ন প্রত্যাশীরাই স্বীকৃতি দিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া যোগ্য প্রার্থী। আর তার বিপরীতে আজহারুল ইসলাম মান্নানকে রাখা হলে আসন হারানোর শঙ্কায় রয়েছেন।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে এমপি প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগের ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীকে পরিবর্তন করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থেকে পদত্যাগ করা নেতা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
গোলাম মসীহের কূটনৈতিক ও রাজনৈতিক অভিজ্ঞতা ভোটের মাঠে বাড়তি প্রভাব ফেলতে পারে- এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়। গোলাম মসীহ ২০০৮ সালের দিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও নির্বাচন করেননি। পরবর্তীতে টানা দুবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান গোলাম মসীহ। গোলাম মসীহ ২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আইসির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জাপার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় থেকে জোটের প্রার্থী হিসেবে জাপাকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী না দেয়ার আলোচনা থাকায় পরবর্তীতে নির্বাচনী আলোচনা থেকে আবারও দূরে সরে যান।
২০২৫ সালের অক্টোবরের প্রথম দিকে দলটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান গোলাম মসিহ। এরপর থেকেই ইসলামী আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক অবস্থান বাড়াতে কাজ করে যাচ্ছেন। সে হিসেবে তিনি বেশ শক্তিশালী প্রার্থী হিসেবেই আবির্ভাব হয়েছেন।
জোটের স্বার্থে ইসলামিক দলগুলো বিএনপির প্রার্থীর বিপরীতে শেষ পর্যন্ত যে কোনো একজনকে চূড়ান্ত করার কথা ছিলো। সেই সাথে এই দুই নেতার একত প্রতিদ্বন্দ্বীতার আভাসে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন আজহারুল ইসলাম মান্নান। কিন্তু শেষ পর্যন্ত ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া ও গোলাম মসীহ ঐক্যবদ্ধ না হওয়ায় আজহারুল ইসলাম মান্নানের জন্য বেশ সুবিধাজনক অবস্থান তৈরি রয়েছে। নির্বাচনের মাঠের ভোটের হিসেবে নিকেসে তার সম্ভাবনা তৈরি হয়েছে।

































আপনার মতামত লিখুন :