News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মহানগর বিএনপি নির্বাচনে ঐক্যবদ্ধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৩৫ পিএম মহানগর বিএনপি নির্বাচনে ঐক্যবদ্ধ

আসছে সংসদ নির্বাচন ঘিরে ঐক্যবদ্ধ হয়ে উঠতে শুরু করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। ক্রমশ নেতাদের ঐক্যবদ্ধ বাড়ছে।

২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সেক্রেটারি করে ২৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর আংশিক কমিটি গঠন করা হয়। পরে ২০১৯ সালের ৩০ অক্টোবর তাদের নেতৃত্বে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটিতে ঠাঁই পান বর্তমান মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য আবু আল ইউসুফ খান টিপু। ওই সময়ে নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় সিনিয়র সহ-সভাপতি হন সাখাওয়াত, অন্যদিকে আবুল কালামের সাথে সমঝোতায় ওই কমিটির সাংগঠনিক সম্পাদক হন টিপু। আওয়ামীলীগ সরকার আমলেও দীর্ঘ বছর মহানগর বিএনপি মধ্যে ঐক্যবদ্ধ দেখা দিলেও রাজপথে ছিলো ঢিলেঢালা। যার পরিপ্রেক্ষিতে তিন বছরের কম সময়ে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সাবেক এমপি আবুল কালামকে মাইনাস করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান (আহবায়ক) ও সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু (সদস্য সচিব) হওয়া নিয়ে বিভাজন সৃষ্টি হয় ঘোষিত আহবায়ক কমিটির। চারদিনের ব্যবধানে যুগ্ম আহবায়ক সহ ১৫জন সদস্য পদত্যাগ করার হুমকি দেন। কিন্তু দলীয় ফোরাম ৪১ সদস্য কমিটিকে বহাল রেখেছেন প্রায় তিন বছর বেশি সময় ধরে। এতে গত বছর ২৪ ডিসেম্বর পর্যন্ত মহানগর বিএনপিতে বিভাজনের লক্ষ্যে দেখা যায়। গত বছরের শেষ সময়ে ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন পান সাবেক এমপি আবুল কালাম। তিনি মনোনীত হলেও মহানগর বিএনপিতে তাকে সমর্থন নিয়ে টানাপোড়ান ছিলো সপ্তাহজুড়ে। পরবর্তিতে চলতি বছরের ৩রা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইপূর্বে ডিসি রুমে আবুল কালামের মুখো মুখি হন মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান। এরপর ১০ জানুয়ারি বন্দর নবীগঞ্জে আবুল কালামের বাড়িতে গিয়ে ফুলের তোড়া মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ প্রকাশ করেন সাখাওয়াত। তিনি ওই সময় ও আগে-পরেও আবুল কালামকে ধানের শীষ ভোট দেয়ার আহবান জানিয়েছেন ভোটারদের।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মাতা মৃত্যুতে তার বাড়িতে ছুটে যান আবুল কালাম। দীর্ঘ বছর পর একত্রে এক টেবিলে বসে আলোচনাকে সকল স্থানে প্রশংসা শুনা যায়। এ সময় এটিএম কামাল ও তার মায়ের দীর্ঘ সময়ে বিএনপির অবদান তুলে ধরেন আবুল কালাম।

এদিকে ১৮ জানুয়ারি নবীগঞ্জ বাড়ীতে আবুল কালামের পাশে দেখা গেছে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি মহানগরের নেতৃত্বে আসা পর থেকে আবুল কালাম ও তার ছেলে আবুল কাউসারের বিরোধীতা ছিলো আলোচিত। অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মাসুদুজ্জামান, তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন টিপু। ওই সময়ে মাসুদুজ্জামান মাসুদকে পরিবর্তনের দাবিতে দলের চেয়ারম্যানের কাছে আহবান জানান মনোনয়ন প্রত্যাশি আবুল কালাম, সাখাওয়াত হোসেন, আবু জাফর আহম্মেদ বাবুল ও আবুল কাউসার আশা।

মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালামকে দলের মনোনীত হওয়ায় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আবুল কাউসার আশা সহ নেতৃবৃন্দরা। ইতোমধ্যে মহানগর বিএনপিতে বিভাজন বদলে ঐক্যবদ্ধ হয়ে ২১ জানুয়ারি থেকে নির্বাচনে প্রার্থী হয়ে ভোট চাইবেন আবুল কালাম।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি একক প্রার্থীকে জয়ী করতে ইতোমধ্যে শহর-বন্দর বিএনপি প্রতিটি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দাড়িয়ে আছে জানিয়েছেন মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আবুল কালামের ধানের শীষে ভোট দিতে হবে। সাধারণ মানুষের জনপ্রিয় আবুল কালামকে ধানের শীষে বিপুল ভোটে জয়ী করবেন। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার এই আসনে কাঙ্গিত উন্নয়ন করতে পারেনি। এবার তারেক রহমানের নেতৃত্বে আবুল কালামের হাত ধরে বন্দরকে উন্নয়নে ভাসিয়ে দিবেন।

অন্যদিকে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আবুল কালামের ধানের শীষকে ভোট দেয়া মানে তারেক রহমানকে ভোট দেয়া। শহর-বন্দরে বিএনপি প্রার্থী আবুল কালামকে বিপুল ভোটে জয়ী করে বাড়ি ফিরবো। মনে রাখবেন সবাইকে, তারেক রহমান সাহেব সাবেক এমপি আবুল কালামকে বিএনপি মনোনয়ন দিয়েছেন। তাই মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল ইউনিটের নেতা-কর্মীরা ধানের শীষে ভোট চেয়ে ঘরে ঘরে যেতে হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে তারেক রহমানের প্রার্থীকে জয়ী করার দায়িত্ব আমার আপনার সকলের।