অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের উদ্দেশ্যে সিস্টেম সংযুক্তকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র মধ্যে সোমবার ১৯ জানুয়ারি একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মোঃ নূর কুতুবুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র পক্ষ থেকে মহাপরিচালক(বিনিয়োগ উন্নয়ন) জীবন কৃষ্ণ সাহা রায় চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও চুক্তির সাক্ষী হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম এবং সহকারী প্রোগ্রামার শ্রমণ মজুমদার রুদ্র উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ওয়ান স্টপ সার্ভিসের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুইটি গুরুত্বপূর্ণ সেবা ট্রেড লাইসেন্স প্রদান এবং ট্রেড লাইসেন্স নবায়ন সংযুক্ত করা হবে। এর ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা একক অ্যাকাউন্ট ব্যবহার করে একবারই প্রয়োজনীয় তথ্য প্রদান করে একাধিক সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এতে সময়, ব্যয় ও প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে সিটি কর্পোরেশনের সেবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।






































আপনার মতামত লিখুন :