নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ ১২ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
১৯ জানুয়ারী ওই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে নারায়ণগঞ্জের আলোচিত রিয়া গোপ সহ ১০ জনকে হত্যার বিষয়টি উপস্থাপন করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এতে রিয়া গোপের বিষয়টিও প্রাধান্য পায়।
পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযোগে শামীম ওসমানের কয়েকটি অডিও তুলে ধরা হয়। তৎকালের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে শামীম ওসমান ফোনে কথা বলেন। সেখানে তিনি স্পষ্ট বলেন তিনি অস্ত্র হাতে মাঠে নেমেছেন। এছাড়া রাইফেল ক্লাবের অস্ত্র লুট করে আন্দোলনকারীদের উপর হামলা করা হয়।

































আপনার মতামত লিখুন :