বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের সমর্থক শাহীন আহম্মেদ পরাগের ১০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। মামলায় শাহীন আহম্মেদ সৌরভ (৩৮), মো. রাজিব (৪৫) ও মো. মোর্শেদ (৩৮) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২জনকে আসামি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় উল্লেখিত আসামীরা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার অনুসারী বলে জানা গেছে
এর আগে ১৮ জানুয়ারি উক্ত ঘটনায় শাহীন আহম্মেদ পরাগের মা নিলুফা ইয়াসমিন নিলু বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ১৯ জানুয়ারি রাতে উক্ত অভিযোগের ভিত্তিতে মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, নিলুফার ছেলে ছেলে শাহীন আহম্মেদ পরাগ (৩৮) বন্দর রেজিস্ট্রি অফিস হতে জমি বিক্রয়ের নগদ ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বন্দর থানাধীন কবিলার মোড়ে বিবাদীরাসহ অজ্ঞাত নামা লোকজন গতিরোধ করে। পরে তারা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র সস্ত্র, বাঁশের লাঠি, কাঠের ফালি এবং লোহার রড, হাতুড়ি, রাম দা, চাপাতি নিয়ে প্রাইভেটকার দিয়ে তার ছেলের পথরোধ করে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে বিবাদীরা সহ অজ্ঞাতনামা বিবাদীরা একজোট হয়ে পরাগকে বাঁশের লাঠি, কাঠের ফালি, এবং লোহার রড়, হাতুড়ি দিয়ে এলোপাথারি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। সাথে দশ লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে ১নং বিবাদী তার সাথে থাকা পিস্তল পরাগের বুকে ঠেকিয়ে গুলি করে হত্যা করার হুমকি প্রদান করে। পাশের একটি গ্যারেজে পরাগকে আটকে রেখে, নারায়ণগঞ্জ-৫ আসন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের নির্বাচন ও তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাহলে মিথ্যা মামলায় ফাঁসানো সহ প্রাণনাশের হুমকি প্রদান করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।





































আপনার মতামত লিখুন :