শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষ পেয়েছে ঢালী ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এই শীতে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করছে বেসরকারি সেবা সংস্থা ঢালী ফাউন্ডেশন।
সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকায় ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী।
ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম, বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আনিসুজ্জামান জুয়েল, জিনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষানুরাগী মোজাম্মেল হক শিপু'সহ সামাজিক ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী বলেন, ঢালী ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। কদমতলীর শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময়ই পাশে আছি। প্রতিবন্ধী, শিশু এবং বয়স্কদের জন্য এই সহায়তা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে যেন সমাজের কোন মানুষ অবহেলিত না থাকে।
মানবিক সমাজ গঠন সম্পর্কে শামীম আহমেদ ঢালী বলেন, মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে। কেবল শীতার্ত নয় যে কোন বিপদগ্রস্থ জনগোষ্ঠীর সেবায় ঢালী ফাউন্ডেশন ছিল, আছে, থাকবে।







































আপনার মতামত লিখুন :