নারায়ণগঞ্জ ৪ আসনে জামায়াত-এনসিপি জোট সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল আমিনকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন দিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার রাতে খেলাফত মজলিসের কার্যালয়ে নেতাকর্মীদের সামনে এই সমর্থন দেয়া হয়। এসময় আল আমিনকে বিজয়ী করতে খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ ৪ আসনে খেলাফত মনোনীত প্রার্থী ইলিয়াস আহমেদ।
এনসিপির নেতাকর্মীরা জানান, খেলাফত মজলিসের প্রার্থী ইলিয়াস আহমেদ তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। একই সাথে তিনি এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিনকে পূর্ন সমর্থন জানান। এর আগে জামায়াতে ইসলামীর মহানগর আমীর ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং আবদুল্লাহ আল আমিনকে পূর্ন সমর্থন জানান। ফলে নির্বাচনে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস সহ অপরাপর দলগুলোর সমর্থন নিয়েই মাঠে থাকবে এবং এনসিপির প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাবে।

































আপনার মতামত লিখুন :