News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বিএনপি নেতার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে পলাতক জাপা নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১০:৪৭ পিএম বিএনপি নেতার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে পলাতক জাপা নেতা

দুবাইয়ের আজমানে বিএনপি নেতার ভাইয়ের অফিস উদ্বোধন করেছেন ফ্যাসিস্ট দোসর পলাতক জাতীয় পার্টির নেতা।

১৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় আজমানের ফালকন টাওয়ারে বাংলাদেশী মালিকানাধীন স্টার টেকনিক্যাল এন্ড মেরিন সার্ভিসের কার্যালয় উদ্বোধন করা হয়।

স্টার টেকনিক্যাল এন্ড মেরিন সার্ভিসের মালিক হলেন নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতার হোসেন এর ভাই মোফাজ্জল হোসেন। আর ওই কার্যালয়টি উদ্বোধন করেন বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামি ও জাতীয় পার্টি নেতা দেলোয়ার হোসেন প্রধান। তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান মোফাজ্জল হোসেন। যা নিয়ে আজমানে বাংলাদেশী কমিউনিটিতে নানা সমালোচনা শুরু হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতার হোসেনের ভাই মোফাজ্জল হোসেন গত ফ্যাসিস্ট আমলেও আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান, তার শ্যালক তানভির আহম্মেদ টিটু সহ বিভিন্ন প্রভাবশালীদের সাথে সু সম্পর্ক বজায় দেখে দেশে এবং আজমানে নানা ধরনের সুবিধা ভোগ করেছেন এমনকি বিএনপির রাজনীতিতে পদধারী ভাইকেও সেই সুবিধার পাইয়ে দিয়েছেন।