নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর কঠোর সমালোচনা করেছেন ১০ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।
তিনি বলেছেন, বিগত দিনে বিএনপি জোটের প্রার্থী কথা বলেছেন অন্য প্রার্থীরাও কথা বলেছেন। একজন বক্তব্যে পেশিশক্তি বা কালো টাকার ছড়াছড়ি দেখতে পাচ্ছেন বলেছেন। অথচ ওনার আশেপাশেই এমন লোকজন বসে আছে যাদেরকে তাদের লোকজনই বলতে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার, সন্ত্রাসী। গার্মেন্ট কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিকেও বিএনপি জোটের প্রার্থীর পাশে বসা দেখা যাচ্ছে। আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে চাই না। মুখে বলবো একটা কাজে করবো আরেকটা এ ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতেই তরুণ প্রজন্মের আমরা রাজনীতিতে এসেছি।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সিনামন রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে আল আমিন এসব কথা বলেন।
তিনি জানান, এক সময়ে তিনি ছাত্র শিবিরের রাজনীতি করেছেন। পরবর্তীতে বিভিন্ন আন্দোলনে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান।
তিনি বলেন, অনেক প্রার্থী ভোটারদের গিয়ে বলছে তার কাছে গিয়ে লাভ নাই। আল আমিনের কাছে কোন টাকা নাই। তাকে ভোট দিয়ে লাভ নাই। আমাদের কাছে আসো। কোনো কালো টাকার কাছে আমরা মাথা নত করবো না। সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো প্রটেকশন আমরা আগেও দেইনি, আগামীতেও দেবো না।
আল আমিন বলেন, নারায়ণগঞ্জ-৪ সন্ত্রাসের কবলে জর্জরিত একটা আসন ছিল। ফতুল্লা অঞ্চলটি ভৌগলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বিগত সময়ে জনপ্রতিনিধিরা এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। অবহেলিত ও দুর্বৃত্তায়নের নারায়ণগঞ্জ-৪ আসনটিতে পরিবর্তন আনতে চাই। সেই নেগেটিভ ব্র্যান্ডিং এলাকাকে পজেটিভ ব্র্যান্ডিং-এর এলাকায় নিয়ে যেতে চাই।
জাতীয় যুবশক্তির সংগঠক নিরব রায়হানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় দশ দলের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আলামিন রাকিব বক্তব্য রাখেন।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ওই সতর্ক করা হয়। ১৯ জানুয়ারী তাকে নির্বাচন কমিশনে তলব করে সতর্ক করে দেন এবং আচরণ বিধি ভঙ্গ না করার নির্দেশ দেন।

































আপনার মতামত লিখুন :