News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ ১৪৩২

কাভার্ডভ্যান চাপায় গার্মেন্ট শ্রমিকের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০১:৫০ পিএম কাভার্ডভ্যান চাপায় গার্মেন্ট শ্রমিকের মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকাতে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে কাভার্ডভ্যানের চাপায় জীবন চন্দ্র নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চন্দ্র (২০) নামে যুবক বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইজিবাইকের সাথে ধাক্কা লেগে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের নিচে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানটি জীবন চন্দ্রকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।