News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বন্দরে পৌনে ১১ লাখ টাকা লুটের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:২৪ পিএম বন্দরে পৌনে ১১ লাখ টাকা লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরের কবিলের মোড় এলাকাতে শাহীন আহমেদ পরাগ নামের ব্যক্তিকে মারধর করে ১০ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। পরাগের দাবী সৌরভ ও রাজীব সহ আরো কয়েকজন মিলে রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩ টায় বন্দর থানার কবিলের মোড়ে এ হামলার ঘটনা ঘটায়।

আহত পরাগ (৩৮) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও এলাকার মৃত এটিএম রুহুল আমিনের ছেলে। তিনি এমপি প্রার্থী মাকসুদ হোসেনের অনুসারী।

পরাগ জানান, বিকেল ৩টায় বন্দর সাব রেজিস্ট্রি অফিসে জমি বিক্রয় করে ১০ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে মোটর সাইকেলে যোগে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ কবিলের মোড়ে আসলে  ওই সময় ওৎপেতে থাকা  সৌরভ ও রাজীবসহ অজ্ঞাত নামা সন্ত্রাসীরা আমার গতিরোধ করে গালিগালাজ করে ও স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী হওয়া ও কেন তার নিউজ ফেসবুকে শেয়ার করি এজন্য লোহার রড ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। ওই সময় আমার সাথে থাকা জমি বিক্রয়ের ১০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে আমাকে গুলি করে হত্যার হুমকি দেয় তারা।