News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

কালামের প্রচারণায় প্রভাবশালী বিএনপি নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:০৮ পিএম কালামের প্রচারণায় প্রভাবশালী বিএনপি নেতারা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের গণসংযোগে প্রভাবশালী নেতাদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। দিন যাচ্ছে ততই নেতারা কালামের গণসংযোগে যুক্ত হচ্ছেন।

বুধবার (২৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে কালামের পাশে দেখা গেছে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে। এছাড়াও ছিলেন স্থানীয় সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এদিন সকাল থেকেই ১৪নং ওয়ার্ডে কালামের পাশে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা, মনির হোসেন খান, সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, মাসুদ রানা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল,, ১৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, দিদার খন্দকার, মহিলা দলের নেত্রী দিলারা মাসু ময়না মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।