News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:৪৪ পিএম নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী

নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াত জোটের পক্ষ থেকে এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক এই ঘোষণা দেন ইকবাল ভুঁইয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০ দলীয় জোটের পক্ষ থেকে এই আসনটি মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাজাহান শিবলীকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষদিন দুপুর ৩ টায় আমাকে কেন্দ্র থেকে জানানো হয়। কিন্তু আমার বোন অসুস্থ থাকার কারণে আমি ৫ টার পূর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌছাতে পারেনি। দেরীতে পৌছে কাগজ জমা দেয়ায় আমার মনোনয়ন প্রত্যাহার করা সম্ভব হয়নি। এই অবস্থায় আসনটি ঘিরে উদ্ভূত পরিস্থিতি তৈরী হওয়ায় আমি আনুষ্ঠানিক ভাবে শাহাজান শিবলীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দিচ্ছি। সেই সাথে ১০ দলীয় জোটের সবাইকে একসাথে তার পক্ষে কাজ করার আহবান জানাচ্ছি।