News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আঙ্গুর, রেজাউল করিম ও দুলাল বিএনপিতে বহিস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৮:৫০ পিএম আঙ্গুর, রেজাউল করিম ও দুলাল বিএনপিতে বহিস্কার

নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী থাকার পরেও স্বতন্ত্র নির্বাচন করা তিন প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। ২১ জানুয়ারী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সাক্ষরিত বিবৃতিতে এ বহিস্কারের খবর জানানো হয়।

বহিস্কৃত তিনজন হলেন নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী মধ্যে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ও নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য দুলাল হোসেন।

এর মধ্যে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হলেন নজরুল ইসলাম আজাদ। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।