আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন ২৮ জানুয়ারি শহরের ১৩ নম্বর (নাসিক) ওয়ার্ডের অন্তর্ভুক্ত কে পি সাহা রোড, সরদার হাউজিং, আমলাপাড়া সহ প্রমুখ এলাকায় গণসংযোগ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ সভাপতি সৃজয় সাহা, রনি শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রমুখ।
তারিকুল ইসলাম সুজন বলেন, নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি ও স্বচ্ছ যোগাযোগ নিশ্চিত করতে ‘হাতের মুঠোয় এমপি’ সিটিজেন কানেক্টেড অ্যাপ চালু করবো।
এই অ্যাপের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ঘরে বসেই তাদের সমস্যা, অভিযোগ, প্রস্তাব ও জরুরি সেবার আবেদন সরাসরি এমপির দপ্তরে জানাতে পারবেন। জনপ্রতিনিধি ও জনগণের মাঝে দূরত্ব কমিয়ে এনে দ্রুত সেবা প্রদান, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আমি বিশ্বাস করি ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের অধিকার আদায় ও সেবা পৌঁছে দেওয়া আরও সহজ ও কার্যকর হবে। নির্বাচিত হলে জনগণই হবে আমার শক্তি, জনগণের হাতেই থাকবে এমপি।

































আপনার মতামত লিখুন :