নারায়ণগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী ও জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, আমাদের নির্বাচনী দায়িত্ব পালনকালিন সময়ে দেলপাড়া বাজার এলাকায় খেজুর গাছ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রার্থীর স্টিকার বহন ও সাঁটানো অবস্থায় এক প্রতিনিধিকে পাওয়া যায়। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। পরে এই ঘটনায় প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

































আপনার মতামত লিখুন :