নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে প্রতিদ্বন্দ্বিাকারী চার সংসদ সদস্য প্রার্থীর প্রতিনিধিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) বন্দর এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযানে যানবাহনে অবৈধভাবে নির্বাচনী স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুন, চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশের বাহাদুর শাহ এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদের প্রতিনিধিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বন্দরের কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে তোরণ নির্মাণের অভিযোগে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

































আপনার মতামত লিখুন :