News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জ শহর ধনী জেলা অথচ শিক্ষা-চিকিৎসার অধিকার বঞ্চিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৫৬ পিএম নারায়ণগঞ্জ শহর ধনী জেলা অথচ শিক্ষা-চিকিৎসার অধিকার বঞ্চিত

নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব ২৮ জানুয়ারী সকাল ৮টায় আমলাপাড়া এবং ঈদগা মাঠে গণসংযোগ করে। উপস্থিত ছিলেন বাসদ বাসদ বর্ধিত ফোরামের সদস্য ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, বাসদ ১৬ নং ওয়ার্ডের নেতা লিলু মিয়া, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আবু নাঈম খান বিপ্লব বলেন, নারায়ণগঞ্জ শহর একটি ধনী জেলা অথচ এই শহরে শিক্ষা-চিকিৎসার অধিকার থেকে মানুষ বঞ্চিত। যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি  তৈরি হয় , কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি হয় না। ভালো চিকিৎসার ব্যবস্থ হয় না। শিক্ষা, চিকিৎসা টাকার কাছে জিম্মি করে ফেলেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ। তাই জাতীয় সংসদ নির্বাচনে আমরা হারি বা জিতি, জনগনের দাবিতে লড়ে যাবো, সেই প্রতিশ্রুতি জনগনের কাছে রাখছি। তাই জনগনকে মই মার্কার প্রতি আস্থা রাখার আহ্বান জানাই।