News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

সোনারগাঁওয়ে গোলাম মসিহের গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৪১ পিএম সোনারগাঁওয়ে গোলাম মসিহের গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগকালে সাধারণ ভোটাররা তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত একজন সৎ, যোগ্য ও দ্বীনদার প্রার্থীকে কাছে পেয়ে সন্তোষ ও উৎফুল্লতা প্রকাশ করেন। অনেকেই আলহাজ্ব গোলাম মসিহকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আশ্বাস দেন।

এ সময় গোলাম মসিহ বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। 


তিনি আরও বলেন, সোনারগাঁওয়ের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং যুব সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থকরাও এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, গোলাম মসিহ একজন ক্লিন ইমেজের প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।