News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

তারেক রহমানের বক্তব্যে তোলপাড়, মাদকের ২০ স্পটের নিয়ন্ত্রক কারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৪২ পিএম তারেক রহমানের বক্তব্যে তোলপাড়, মাদকের ২০ স্পটের নিয়ন্ত্রক কারা

নারায়ণগঞ্জকে ঘিরে মাদকের বিস্তার নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের পর জেলাজুড়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ এখন কার হাতে। গত ২৫ জানুয়ারি মধ্যরাতে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এক নির্বাচনী জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জে প্রায় ২০টি মাদকের স্পট রয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব স্পট নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের মাঝেও শুরু হয়েছে নানা আলোচনার। স্থানীয়দের একটি বড় অংশের প্রশ্ন যদি সত্যিই নারায়ণগঞ্জে অন্তত ২০টি মাদকের হটস্পট সক্রিয় থাকে, তাহলে সেগুলো বর্তমানে কার প্রশ্রয়ে পরিচালিত হচ্ছে।

গত ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জে মাদক ব্যবসা পরিচালনার পেছনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও তাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ ছিল নিত্যদিনের আলোচনা। প্রকাশ্যে কেউ না বললেও স্থানীয়দের মুখে মুখে শোনা যেত, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এমন প্রকাশ্য মাদক ব্যবসা সম্ভব নয়। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি কি বদলেছে? স্থানীয়দের ভাষ্য বলছে, মাদকের স্পটগুলো আগের মতোই সক্রিয়, কেবল নিয়ন্ত্রণের হাত বদলেছে এমন অভিযোগও শোনা যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন করে প্রভাব বিস্তার করেছে বিএনপির একটি অংশ। যদিও দলীয়ভাবে বিএনপি এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। এর ফলে ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে মাদক স্পটগুলোর সঙ্গে কারা জড়িত, আর কার ছত্রছায়ায় চলছে এই অবৈধ ব্যবসা।

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান নতুন কিছু নয়। নিয়মিত অভিযান, গ্রেপ্তার ও মামলা হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মাদক কেনাবেচা যেমন বন্ধ হয়নি, তেমনি মাদক কারবারীদের দৌরাত্মও কমেনি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে ছোটখাটো কারবারিরা ধরা পড়লেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের। অনেকে বলছেন, ধরা পড়লেও জামিনে বের হয়ে আবার আগের জায়গাতেই ফিরে যায় মাদক ব্যবসায়ীরা।

তারেক রহমানের বক্তব্য নতুন করে আলোচনার সূত্রপাত করেছে ঠিকই, কিন্তু বাস্তবতা হলো নারায়ণগঞ্জে মাদকের হটস্পটগুলো এখনও বহাল তবিয়তেই রয়েছে। প্রশ্ন একটাই এই স্পটগুলোর প্রকৃত নিয়ন্ত্রক কারা। রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনিক কঠোরতা ছাড়া কি আদৌ এই মাদক সাম্রাজ্য ভাঙা সম্ভব কিনা।