News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৪:০২ পিএম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্যাডে কমিটি স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, কমিটি স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলামকে আহ্বায়ক এবং নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ৫১সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করা হয়। পরে সম্মেলনের মাধ্যমে মাজেদুল ইসলাম সভাপতি এবং ইকবাল হোসেন সাধারণ সম্পাদক হোন। তবে পরবর্তীতে সাংবাদিককে মারধরের অভিযোগে ইকবালকে বহিষ্কার করা হলে আবুল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।