ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে তারা। ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতারে যৌথ অভিযানও পরিচালিত হচ্ছে। পাশাপাশি আচরণবিধি প্রশ্নেও কঠোর হচ্ছে প্রশাসন।
জা গেছে, নির্বাচনে নাশকতা ঠেকাতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নজরদারিসহ জননিরাপত্তা রক্ষায় নারায়ণগঞ্জে সেনাবাহিনী ও জেলা পুলিশের যৌথবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি র্যাব-১১সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও অপরাধ দমনে তৎপর রয়েছে।
২৬ জানুয়ারী দিনগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল ও থানা থেকে লুট হওয়া এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১। ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
২৬ জানুয়ারী রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য মোঃ মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি।
২৭ জানুয়ারী ভোরে শহরের গলাচিপায় যৌথ অভিযানে চারজন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে নগরীর গলাচিপা এলাকার কলেজ রোডে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আটককৃতরা হলো আল-আমিন (২৬), আলী আহমেদ অভি (৩০), মোঃ আদর মিয়া (২৫) এবং মো. ইমদাদুল (২৮)।
এর আগেও জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছে।
এদিকে নির্বাচনে আচরণবিধি ও প্রতিপক্ষের প্রচারণায় বাধা দেয়া নিয়েও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকের সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস আক্তার সহ তাদের কর্মীদেরকে হুমকি দেয়া ও প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে ২৬ জানুয়ারি বিকেলে বন্দরের যুবদল নেতা হুমায়ন কবিরকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বন্দরের দায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্স ও বন্দর থানা পুলিশ। আমিন আবাসিক এলাকাস্থ তার বাসভবন ও রাজনৈতিক অফিস বন্দর খেয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।






































আপনার মতামত লিখুন :