News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

সেই যুবদল নেতা হুমায়নকে ধরতে যৌথ বাহিনীর অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:৩২ পিএম সেই যুবদল নেতা হুমায়নকে ধরতে যৌথ বাহিনীর অভিযান

বন্দরের যুবদল নেতা হুমায়ন কবিরকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বন্দরের দায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্স ও বন্দর থানা পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকের সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস আক্তার সহ তাদের কর্মীদেরকে হুমকি দেয়া ও প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় আমিন আবাসিক এলাকাস্থ তার বাসভবন ও রাজনৈতিক অফিস বন্দর খেয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মুক্তার আশরাফউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে তাতে কোন সন্দেহ নেই। এজন্য যা যা করা দরকার বন্দর থানা প্রশাসন তাই করবে।