News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

মাকসুদের টার্গেটে আশা, কালামকে ধরাশায়ীর প্রস্তুতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:১৭ পিএম মাকসুদের টার্গেটে আশা, কালামকে ধরাশায়ীর প্রস্তুতি

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামকে ধরাশায়ী করতে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে স্বতন্ত্র প্রার্থী মো. মাকসুদ হোসেন। ইতোমধ্যে মাকসুদ হোসেন নির্বাচনের মাঠে কর্মী ও সমর্থকদের উপর হামলার আশংকা করেছিলেন। প্রতীক বরাদ্দের আগে ১৪ জানুয়ারি এমন বার্তা দিয়ে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড জন্য নির্বাচন কমিশনকে আহবান জানিয়েছিলেন। ২৩ জানুয়ারি দুপুরে মাকসুদ হোসেন সাংবাদিক কাছে ব্রিফিংয়ে বলেন, আমাদের ভয় ভীতি কোন কিছু নেই। এখন কোন কিছু আশংকা নেই, বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড পরিস্থিতি ভালো রয়েছে। আশংকা করা যায়, কিন্তু বাস্তবে সেটার কোন মিল নেই। হান্ড্রেড ওভার জয়ী নিশ্চিত রয়েছি-ইনশাআল্লাহ।

গত ১৪ জানুয়ারি আশংকা করার চারদিনের ব্যবধানে মাকসুদ হোসেনের কর্মী শাহীন আহম্মেদ পরাগের উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে। ১৮ জানুয়ারি এমন ঘটনাকে বিএনপি প্রার্থী আবুল কালামের ছেলে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও তার বাহিনীকে দোষারূপ করেন ভুক্তভোগী। এর পরদিন ১৯ জানুয়ারি বন্দর থানায় নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা নিলুফা ইয়াছমিন নিলু। এতে যখন মাঠ পর্যায়ে পরিস্থিতি ঘোলাতে তখনই স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস মাকসুদের নির্বাচনী প্রচারণা যাত্রাকালে ২৩নং ওয়ার্ডে হুমকি ধমকি দেন এক যুবদল নেতা। ইতোমধ্যে সেই ভিডিওটি ভাইরাল হওয়ায় রীতিমত আবারো আলোচনা সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ।

আশাকে ইঙ্গিত করে তিনি বলেন, ২৩নং ওয়ার্ড কি তার বাবা’র কেনা সেখানে আমরা কিভাবে যাইব। আমার ওয়াইফ (স্ত্রী) প্রচার শেষে আসার পথে আবুল কালামের ছেলে আশা তার সন্ত্রাসী গ্রুপ আছে- সেখান থেকে এক টোকাই একটা ঘটনা করছে। তারা বলছে, ২৩নং ওয়ার্ডে আপনারা কেউ প্রচারণা করবেন না। প্রচারণায় তৃতীয় দিনে ১৩নং ওয়ার্ডে প্রচারণা করেছি সকাল থেকে। আমাদের ব্যাপক সাড়া পড়েছে শহর-বন্দরে।

এরপরই বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের সমর্থকদের বিরুদ্ধে প্রচার কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন। এ বিষয়ে মাকসুদের স্ত্রী ও তার নির্বাচনি এজেন্ট নার্গিস আক্তার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগকারী নার্গিস বলেন, ২৩ জানুয়ারি ভোরে বন্দর খেয়াঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থীর বিলবোর্ড স্থাপন করতে গেলে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল কালামের লোকজন বাধা দেয় এবং মারমুখী আচরণ করে। এতে সেখানে বিলবোর্ড স্থাপন করা সম্ভব হয়নি।

পরে সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকাতেও গণসংযোগকালে একই প্রার্থীর সমর্থকদের বাধার মুখে পড়েন নার্গিস। আমি পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করতে গেলে আমাকে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের লোকজন সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কর্মসূচি পন্ড করে দেয়। এবং সেখানে আর কোনোদিন গণসংযোগ করতে দিবে বলেও হুমকি দেয়।

একটি ভিডিও ক্লিপে হুমায়ূন কবির নামে আরেক যুবক গাড়িতে বসা নার্গিস আক্তারকে হুমকি দিয়ে বলেন, এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়া লামু শালারা, যাহ!

এ বিষয়ে নার্গিস বলেন, “হুমায়ূন কবির বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সজীবও যুবদলের কর্মী। তারা দুজনই আবুল কালামের অনুসারী।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, মাকসুদ হোসেন পতিত ফ্যাসিস্টের সহযোগী। তার প্রতি স্থানীয় মানুষের অনেক ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু এই ধরনের কার্যক্রমের সঙ্গে বিএনপি প্রার্থীর কোনো যোগাযোগ নেই। এটা যারা করেছেন তা তাদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে করেছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানি সরকার বলেন, আমার কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। যদিও যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে তা আমার দায়িত্বে না। কিন্তু আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অফিসিয়ালি জানিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন ও আমিনুর ইসলাম মিঠু জানান, আবুল কালামকে ঘায়েল করতে আবুল কাউসার আশাকে টার্গেট করেছে দোসর মাকসুদ হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা আসামী হয়েও কিভাবে নির্বাচনে প্রচারণা করে। নির্বাচনে ভরাডুবি হবেন জেনেই জালাল হাজী পরিবারকে দোষারোপ করে জনগণের কাছে সাধু সাজ্জতে চান মাকসুদ। শহর-বন্দরের মানুষ জানেন জালাল হাজী পরিবারের সদস্যরা কে কেমন।