News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

স্কুলের পুরস্কার বিতরণীতে নগদ টাকা, কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:৩৪ পিএম স্কুলের পুরস্কার বিতরণীতে নগদ টাকা, কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছের জমিয়তের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করে আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ৩১ জানুয়ারী বিকেলে ওই অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

তিনি জানান, ৩১ জানুয়ারি সদর উপজেলার দেলপাড়া এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনাকালে জানা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জমিয়তে উলয়মে ইসলাম এর প্রার্থী জনাব মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করে যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,২০২৫ এর ১৫ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘণ এবং উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে অত্র বিধিমালার ২৭(ক) বিধি অনুযায়ী উপস্থিত প্রতিনিধিকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরিদর্শনকালে ভবিষ্যতে নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।