News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে : রিয়াদ চৌধুরী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:৪১ পিএম খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে : রিয়াদ চৌধুরী

শাহ্ ফতেউল্লাহ ইসলামীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী ) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তন মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, তোমাদের প্রধান কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করা। পড়াশোনার মাধ্যমেই তোমরা মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারবে। তবে এর পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। ছাত্রজীবনে দায়িত্ব কম হলেও, নিজেদের চরিত্র গঠন, সততা বজায় রাখা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা খুবই জরুরি।

খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে, সুস্থ জাতি গঠনে সহায়তা করে এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য ভূমিকা রাখে।

উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মকবুল হোসেন, সহ সুপারিনটেনডেন্ট এইচ এম নাসির উদ্দিন,সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, মোঃ মজিবুর রহমান, সোহরাব হোসেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মুর্শিদা আক্তার, নুসরাত জাহান, মাওলানা জসিম উদ্দিন, আব্দুল করিম চৌধুরীসহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সেলিম চৌধুরীসহ অত্র মাদ্রাসার অভিভাবক বৃন্দ। শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।