News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

সুবিধাবাদী দলবাজ সাংবাদিকরা সুবিধা পেলেও প্রকৃতরা সুবিধা বঞ্চিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:২৫ পিএম সুবিধাবাদী দলবাজ সাংবাদিকরা সুবিধা পেলেও প্রকৃতরা সুবিধা বঞ্চিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও সৌদি আরবে বাংলাদেশের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেছেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি। সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিছু সুবিধাবাদী ও দলবাজ সাংবাদিকরা সুবিধা পেলেও প্রকৃত সাংবাদিকরা সুবিধা বঞ্চিত হয়েছেন। অবশ্যই প্রকৃত সাংবাদিকদের উন্নয়নের কাজ করা প্রয়োজন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌর এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ভোট প্রার্থনা করছেন। কিন্তু এটা ভোটারদের সঙ্গে প্রতারণার শামিল। প্রকৃত পক্ষে আগামী ৫-৭ বছরের মধ্যে দেশের গ্যাস সংকট তীব্র হবে। যে সরকারই নির্বাচিত হবেন সেই সরকার গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বেকায়দায় থাকবেন। কেউ মিথ্যা প্রতিশ্রুতিতে পড়বেন না।

গোলাম মসীহ আরো বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করবে।

এসময় মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।