দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সোনারগাঁ উপজেলা যুবদলের ৪ নেতাকে বহিষ্কারের পরদিন নতুন করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা বিএনপির আরো ২০ নেতাকে বহিষ্কার করেছে দলটি।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান এবং ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মির্জা। সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকও বহিষ্কার হয়েছেন।
যদিও বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধ কর্মকাণ্ডে জড়িত থাকা সিদ্ধিরগঞ্জের ১৪ ও সোনারগাঁয়ের ৬ জন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাকর্মীরা নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন ও রেজাউল করিমের হয়ে কাজ করছিলেন বলে স্থানীয়রা নিশ্চিত করেন।
আর আগে বুধবার ২৮ জানুয়ারি একই অভিযোগে, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ চারজন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু এবং নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেল।


































আপনার মতামত লিখুন :