ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ‘একটি রাষ্ট্র নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের নিয়ে একমঞ্চে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় সুশাসনের জন্য নাগরিক সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণ সহ এলাকার উন্নয়নে এক মঞ্চে দাঁড়িয়ে অঙ্গীকার করেন।
একই সাথে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা নির্বাচিত এবং নির্বাচিত হলে জনগণের কল্যাণে কি করবেন এবং নির্বাচিত না হলে কি করবেন সে বিষয়ে তাদের প্রত্যাশার কথা জানান। পাশাপাশি তারা জনগণের মুখোমুখি হয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এমপি প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপির আবুল কালাম, খেলাফত মজলিসের সিরাজুল মামুন, ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ, সিপিবির মন্টু ঘোষ, গণসংহতির তারিকুল সুজন, স্বতন্ত্র মাকসুদ হোসেন প্রমুখ।
সুজন জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা ফ্যাসিলেটর মো. জিল্লুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক আশু সহ নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা।


































আপনার মতামত লিখুন :