জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ে বাছাইয়ে নারায়ণগঞ্জ জেলার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী ফতুল্লার লালপুরস্থ তাহমিদুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসার আয়োজনে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কুরআনের পাখিদের সুমধুর কন্ঠে কুরআন তেলওয়াতে মুখরিত হয়ে উঠে মাদ্রাসা প্রঙ্গন। জেলায় তিনটি বিভাগে এ তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান ৪শ শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় পর্যায় প্রতিটি বিভাগ থেকে ১৫ জন করে মোট তিনটি বিভাগ থেকে ৪৫ জনকে বাছাই করা হয়। এবং তাদেরকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও ইয়েসকার্ড প্রদান করা হয়।
আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, হাফেজ শব্দটি বলতে খুব সহজ মনে হয় আসলে হাফেজ হয়েছেন বা হাফেজ হওয়ার জন্য শিখছেন আমি বলব আল্লাহ তায়ালার সরাসরি নেয়ামত না থাকলে তা হওয়া সম্ভব না। যারা আপনারা কুরআনে হাফেজ হয়েছেন বা হওয়ার চেষ্টা করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এতো সুন্দর এবং ভালো একটি অনুষ্ঠান আপনাদের এতো হাফেজদের উপস্থিতিতে আপনাদের এখানে আমি উপস্থিত হতে পেরেছি দুটি কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আল্লাহতালার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা পড়াশোনা করছেন তারা বিভিন্ন সংস্থা বা বিশ্বের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিবেন। আমি দেখেছি মক্কা মদিনার অনেক মসজিদের ইমাম বাংলাদেশের। দুবাই, কাতার সহ অনেক দেশে মসজিদে তারা নামাজ পড়ান নামাজের সময় বুঝা যায় না তারা বাংলাদেশে কিনা কিন্তু নামাজ শেষে যখন কথা বলে তখন আপনারা বুঝতে পারবেন তারা বাংলাদেশী। আপনারা যারা চেষ্টা করছেন ইসলামকে প্রচার করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে কুরআনের বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা তারই অংশ হিসেবে আগামী প্রজন্মের কাছে কুরআনকে সহি শুদ্ধভাবে মুখস্ত করার জন্য। আপনারা যারা কোরআনে হাফেজ হন আমি দেখতে পেয়েছি সেই ভোর থেকে উঠে কুরআন পড়াশোনা করেন আল্লাহ তায়আলা আপনাদের হেফাজত করে।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা বাইতুল হাফিজের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মশিউর রহমান।
আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শাহ-জাহান খান সাঈদ, মাওলানা কারী আবুল কাশেম সাহেব, হাফেজ মাওলানা আবু রায়হান বিন কাশেম, মাওলানা আজহারুল ইসলাম, আব্দুর রহমান প্রমূখ।
আপনার মতামত লিখুন :