হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, সারা পৃথিবীর মুসলমান যারা আল্লাহর রাসূলকে নবী বলে স্বীকার করেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন প্রত্যেক মুসলমানের এখন আমীর হলেন আফগানিস্তানের হেবাতুল্লাহ। যিনি আমিরুল মুমিনিন একজন। এজন্য আমরা সকলেই তার গায়েবানা সুরতে তার ইমারতের উপড়ে বাইয়াত করেছি; আল্লাহ আমাদের যেন কমপক্ষে সেই জিহাদের সওয়াব নসীব করে দেন।
শুক্রবার ১০ অক্টোবর জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আল্লামা আব্দুল আউয়াল বলেন, ইসলামের ইমারত যেটা সেটা খেলাফত থেকে একটু ভিন্ন। এর মধ্যে কিছু অবস্থাভেদে কাটসিট করছেন এবং সময় দিয়েছেন। খেলাফতের মধ্যে কোনো সময় নাই। খেলাফত যেটা আল্লাহ প্রদত্ত তার মধ্যে কোনো রকমের চুলচেরা করার কোনো অধিকার কারও নেই। এটার উপড়ে হাত দেয়ার ক্ষমতা কারও নাই। এটা হুবহু যেমন ছিলো এমন থাকবে তা সরাসরি পালনীয় এবং এটা উম্মতের জন্য ফরজ।
তিনি আরও বলেন, ইসলামের ইমারত ভিত্তি করা হয়েছে এখানে সরাসরি পরিপূর্ণভাবে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। যার কারণে খেলাফত প্রতিষ্ঠা শব্দটা ব্যবহার না করে ইমারতে ইসলামিয়া আসছে। ইমারতের মধ্যে কিছু সংষ্কার করার সুযোগ আছে। আমরা যারা খেলাফত প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলছি আমাদের দেশে কতটুকু সম্ভব হবে আল্লাহপাক ছাড়া কেউ জানে না।
আপনার মতামত লিখুন :