শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ জেলার সকল পূজাণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতি হিসেবে উপস্থিত থেকে পূজাণ্ডপের নেতাদের হাতে প্রতিটি পূজাণ্ডপে ১০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন। সেই সাথে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উৎসব সকলের। আমরা একত্রে কাজ করছি। এখানে আর্থিক সহযোগিতা কোনো বিষয় না। পূজাণ্ডপে তৈরির ক্ষেত্রে অনেক বেশি ত্যাগ রয়েছে। কেউ কেউ আছে আপনাদের এই ত্যাগকে নষ্ট করতে চায়। তারা বিভিন্ন রকমের খারাপ পরিকল্পনা করে আমরা তাদের সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিবো না। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, পূজাণ্ডপে বিভিন্ন ধরনের লোকজন যাবে। সকলের মন মানসিকতা একরকম না। স্বেচ্ছাসেবকদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ছোট একটি ঘটনা অনেক সময় বড় ঘটনায় রূপ নিয়ে থাকে। প্রাথমিকভাবেই সেটি যেন সনাক্ত করতে পারি। পূজাণ্ডপে যেন কোনোভাবেই অন্ধকারের ছায়া না থাকে সে খেয়াল রাখতে হবে। একটি ঘটনা সারা বাংলাদেশের আয়োজনে কালিমা লাগতে পারে।
জেলা প্রশাসক বলেন, আমরা চাই উৎসবমুখর পরিবেশ পূজা উদযাপন করতে চাই। আমরা বিশ্বকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখাতে চাই। আমরা আপনাদের পাশে আছি। আমরা যে কোনো সমস্যা আমাদের জানাবেন আমরা দ্রুত সমাধান করবো। আমাদের পক্ষ থেকে কোনো কার্পণ্য করা হবে না।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসক) তারেক আল মেহেদী সহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।
প্রসঙ্গত, এবার নারায়ণগঞ্জ জেলার ২২৪ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। আর এই পূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলাব্যাপী সার্বিকভাবে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :