বায়ু দূষণের দায়ে বন্দরে একটি শিল্প প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা আর্থিক দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমাবার ১৯ মে সকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে বন্দরের মদনগঞ্জে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এ উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮ ও ১১ বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা ধার্য সহ জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
আপনার মতামত লিখুন :