নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার ১৭ মে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালত এই আদেশ দিয়েছেন। শুনানি কালে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আসামি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত শ্যোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন। “প্রত্যেকটি মামলায় পর্যায়ক্রমে শ্যোন অ্যারেস্ট দেখানোর পর আমরা আইনি প্রক্রিয়া শুরু করতে পারব।
উল্লেখ্য, গত ৯ মে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতের নির্দেশে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। জামিন আবেদন করা হলেও ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালত তা খারিজ করে দেন। আইভীর বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :