নারায়ণগঞ্জে মাদক মামলাসহ চুরি, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত ১০ টি মামলাসহ মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (৫৩) ওরফে ডিস মনিরকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি টিম।
মঙ্গলবার ৯ ডিসেম্বর ভোরে বন্দর থানাধীন হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে হরিপুর এলাকার আব্দুল করিম এর ছেলে।
বিকেলে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী ডিস মনির এবং তার অন্যান্য মাদক সহযোগীর মাধ্যমে বন্দর থানাসহ দেশের বিভিন্ন যায়গায় মাদক ক্রয় বিক্রয় করে দেশের যুব সমাজকে ধ্বংশ করে আসছে। মাদক ব্যবসাসহ অন্যান্য অসামাজিক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সে আদালত কর্তৃক ৩ টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানা মূলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :