বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)র এবারের নির্বাচনে পরিচালক পদে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন আরএস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ সারোয়ার সোহেল। নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই তিনি বেশ আলোচনায় রয়েছেন ভোটারদের মাঝে। সেই সাথে তার প্যানেল লিডার মো. হাতেমের নেতৃত্বাধীন পুরো প্যানেলেই এগিয়ে রয়েছেন।
বিগত দিনে তাদের সকল কার্যক্রমেই সকল ভোটররা সন্তুষ্ট। যার কারণে তাদের বিকল্প কেউ ভাবছেন না। মো. মোরশেদ সারোয়ার সোহেল বিকেএমইএ’র বর্তমান কমিটিরও সহ সভাপতি (অর্থ) পদে দায়িত্বে রয়েছেন।
বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মো. মোরশেদ সারোয়ার সোহেল একজন দূরদর্শী ও অভিজ্ঞ শিল্পনেতা। নীট শিল্পের বর্তমান সংকট ও বাস্তবতা অনুধাবন করে তার কার্যকর সমাধানে সচেষ্ট থাকেন তিনি। নীটওয়্যার শিল্পের ভিত্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে চান তিনি। তারই ধারাবাহিকতায় সদ্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি হিসেবে জয়ী হয়েছেন।
বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) ও আরএস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ২০২৫-২৭ আমাদের প্যানেল লিডার মো. হাতেম সাহেবের নেতৃত্বে আমাদের ৩৫ জনের প্যানেল নির্বাচন করছি। আমি এবং আমরা আশা করবো ৩৫ জনই জয়লাভ করতে পারি। আমার বিশ্বাস এই প্যানেলে ৩৫ জন নির্বাচিত হয় আমরা বিকেএমইএর জন্য এই সেক্টরের জন্য সর্বোপরি অনেক কিছুই করতে পারবো। আমাদের প্যানেলে পুরানো অনেকেই আছি।
তিনি আরও বলেন, আমরা এই সেক্টরের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছি করতে পেরেছি। ভবিষ্যতে যেন আরও বেশি করতে পারি হাতেম সাহেবের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। জয়ী হয়ে আপনাদের পাশে আরও খুব শক্ত হয়ে দাঁড়াবো। এই সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। বিশ্ব মানচিত্রে আমাদের দেশকে ভালো অবস্থানে দাঁড় করাতে পারবো। আমাদের প্যানেলে যারা আছেন সবাই বিভিন্ন দিক দিয়ে অভিজ্ঞ। আমরা যার যার অভিজ্ঞতা দিয়ে প্রত্যেকটা সেক্টরে কাজে লাগাতে পারবো। আমরা প্রত্যেক ভোটারদের কাছ থেকেই ভালো সাড়া পাচ্ছি। সকলেই আমাদের বিকল্প হিসেবে অন্য কাউকে দেখছেন না।
এর আগে গত ৯ এপ্রিল বিকেলে নগরীর চাষাঢ়া বিকেএমইএ’র ভবনে মনোনয়নপত্র জমা প্রদান করেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন প্রার্থীরা ১৯ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। ভোটাররা ২০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত তাদের ভোটার পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। ১০ মে ভোট গ্রহণের পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। ১৪ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :