জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমআ নারায়ণগঞ্জ শহর বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকার ৭৯টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জাকির খানের কর্মী সমর্থকদের উদ্যোগে মসজিদ গুলোতে দোয়া জাকির খান সহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত তাকের রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
যার মধ্যে বাবুরাইল তারা মসজিদে লিখন, বাইতুল ওয়াসিদ জামে মসজিদে মেহেদী হাসান লিটন, নিরালা বায়তুল আমান জামে মসজিদ দাদা সেলিম, থানা পুকুর পাড় মসজিদে রনি
৫নং মাছ ঘাট জামে মসজিদে আলামিন, ফকিরটোলা জামে মসজিদে বান্টি, জাহাঙ্গীর নগর জামে মসজিদে আমিনুল ইসলাম, হাজরাদী বায়তুল মামুন জামে মসজিদে শাহাদাৎ, হাজরাদী বায়তুল মোকাদ্দাস ফজলুর করিম, কোতালের বাগ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ, কোতালের কেন্দ্রীয় জামে মসজিদ, পাথুরিয়াবাড়ি রিয়াজুল জান্নাত জামে মসজিদ, সস্তাপুর ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ, লালখা বাইতুল মোকাদ্দ শাহী জামে মসজিদ, লালখা জাকির আলী শাহী জামে মসজিদ, পশ্চিম লামাপাড়া দরগা বাড়ি জামে মসজিদ, জামিয়া মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা, জামিয়া কারিমিয়া মাদ্রাসায় ফাহিম, মাসদাইর সিটি কর্পোরেশন মসজিদ, বাইতুন নূর জামে মসজিদ, আলফালা জামে মসজিদ পশ্চিম মাসদাইর মসজিদে সুমন, এনায়েতনগর সাবেতুন নেছা জামে মসজিদে কাদির হাওলাদার, সোনারগাঁয়ে সনমান্দি গোপের বাগ মধ্যপাড়া বায়তুর মামুর জামে মসজিদ, আদনান শরিফ, বন্দরের মুছাপুরে দৌলতপুর সরকারবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে সিফাত, ১৮ নং ওয়ার্ড উত্তর নলুয়া মসজিদে জাহাঙ্গীর আলম রতন, সাবদী বাজার জামে মসজিদ, আইছতলা মসজিদে মহিউদ্দিন শিশির, দনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, বাড়ৈ পাড়া জামে মসজিদ, ২নং ঢাকেশ্বরী বাস স্টান্ড জামে মসজিদ, বায়তুল নুর জামে মসজিদ, মদিনাবাগ জামে মসজিদ, নুরানী জামে মসজিদ দেলোয়ার হোসেন খোকন, ৬নং ওয়ার্ডে বার্মাস্ট্যান্ড রোড জামে মসজিদ, ১০ নং ওয়ার্ড বাগপাড়া জামে মসজিদ, ইয়াং সোসাইটি জামে মসজিদে, ইরফান ভুইয়া, দেওভোগ মাদ্রাসা-মসজিদে খেদায়েত উল্লাহ খোকন, সাকিম আলী মসজিদে আল আকসা খাঁন ও আসওয়াদ খাঁন, দেওভোগ পানির ট্যাংকি সাবদী আ. হালিম ৪ নজির, দেওরোগ পশ্চিম নগর জামে মসজিদে রহমত উল্লাহ মানিক, পূর্বনগর আল আকসা জামে মসজিদ খোকন সর্দার, লিচুবাগ বাইতুন নুর জামে মসজিদে আলামিন মির্জা, নূর মসজিদ নাগবাড়ির মোর-নাজির আহমেদ ও মোগরলী, ৭নং ওয়ার্ড আল আকসী জামে মসজিদে তাইজুল ইসলাম, বাইতুল আকসা জামে মসজিদে আ. হালিম, কলাগাছিয়া ৪নং ওয়ার্ড হাজীপুর বড় জামে মসজিদে সহিদ মেম্বার, সোনাকান্দা কিল্লা জামে মসজিদে জসিম, নিরালা বাইতুল আদর্শ জামে মসজিদে সলিম উল্লাহ করিম সেলিম, মো. নূর হানিক, ১৭নং ওয়ার্ডে নয়াপাড়া জামে মসজিদে মো. জাকির আহমেদ, ভূইয়ার বাগ জামে মসজিদে আলামিন খান, সাইন বোর্ড জামে মসজিদ, গোগনগর বড় মসজিদে হাবিবুর রহমান সেলিম, ৮নং ওয়ার্ড নূর মসজিদে হেদায়েত উল্লাহ খোকন, বাইতুল থাকিস জামে মসজিদে আ. হালিম, কোতালের বাগ কেন্দ্রিয় জামে মসজিদে আ. রহিম ও শিবলু প্রধান, হাশেম বাগ জামে মসজিদে আ. হালিম, জান্নাতী বাগ জামে মসজিদে লাভলু, ইসলামাবাদ জামে মসজিদ নাপকারী লাভলু, নাছির ও মহিউলি, দয়ালবাগ জামে মসজিদে বাবু, মুন্সিবাটী জামে মসজিদ বেপারী পাড়া জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :