News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

হকার উচ্ছেদ করতে টিপু ফের লাঠিহাতে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:৩০ পিএম হকার উচ্ছেদ করতে টিপু ফের লাঠিহাতে

টানা তৃতীয় দিনের মতো কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। রাস্তা থেকে হকার সরাতে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।

১৫ ডিসেম্বর তিনি লাঠি হাতে রাস্তায় নামেন। চাষাঢ়া হতে দুই নং রেল গেট বিবি রোডে রাস্তার উপরে বসা হকারদের তিনি উঠিয়ে দেন।

অভিযানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জে যেভাবে হকাররা রাস্তার ওপর দোকান বসিয়ে আসছে, তাতে সাধারণ মানুষ দিনের পর দিন, বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হচ্ছে। একজন নারায়ণগঞ্জের মানুষ, একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে এই পরিস্থিতি থেকে নগরবাসীকে মুক্ত করা আমার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আমি নিয়মিতভাবে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছি।

তিনি আরও বলেন, আমি চাই নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সমর্থন আমার পাশে থাকুক। বিশেষ করে নারায়ণগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেন যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে ভবিষ্যতে কোনো হকার আর রাস্তার ওপর বসতে সাহস না পায়।

 

এসময় তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক সংস্থার প্রতি অনুরোধ জানাচ্ছি এই বিষয়ে যেন সবাই সজাগ দৃষ্টি রাখেন এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে অভিযানকে কার্যকর ও স্থায়ী করা হয়।

 

উচ্ছেদ অভিযান চলাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group