আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোতাবেক অপরাধ দমন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক যেকোন নাশকতা মূলক কর্মকান্ড দমন এবং জন নিরাপত্তা নিশ্চিতকরতে একযোগে জেলার ৭টি থানার গুরুত্বপূর্ন ৭টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। উক্ত চেক পোস্ট গুলোতে নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্নভাবে তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এর নির্দেশনায় এ সব চেক পোস্টের সাবির্ক তত্ত্বাবধানে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন্স) তারেক আল মেহেদী।
অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের জন্য এই বিশেষ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায় গত ৪৮ ঘণ্টায় ৩৮০ টি মোটরসাইকেল ও ৪৫৮ টি বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে (ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ইত্যাদি) ৪৪ টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
সাধারণ জনগণের মনে শঙ্কা দূরীকরণ এবং নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







































আপনার মতামত লিখুন :