News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

গার্মেন্ট বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:১৫ পিএম গার্মেন্ট বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গার্মেন্টস বন্ধ ঘোষণা দেওয়ার প্রতিবাদে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সিদ্ধিরগঞ্জে অবরোধে নেমেছে একটি কারখানার শ্রমিকরা। অবরোধের ফলে ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত অবরোধ ছিল।

জান গেছে, সিটি কর্পোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ডস্থ কোরেস বাংলাদেশ নামের একটি গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করাই মালিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। প্রতিবাদে শ্রমিকরা নিজেদের বকেয়া বেতন পাওয়া এবং গার্মেন্ট খোলা রাখার দাবিতে মহাসড়কের মৌচাক অংশে প্রতিবাদে নামেন। তাদের বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় লেনের সাইনবোর্ড হতে কাঁচপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারজএড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

শ্রমিকেদের ভাষ্য কোনো নোটিশ ছাড়া এবং আগের পাওনা বেতন না দিয়ে বন্ধ ঘোষণা করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুক বারিক জানিয়েছেন, শ্রমিকদের আমরা বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দাঁড় করিয়েছি। তারা যৌক্তিক আন্দোলন করছে। আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group