News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সনজীদা খাতুন ছিলেন আমাদের বাতিঘর : উন্মেষ সাংস্কৃতিক সংসদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৮:৪৯ পিএম সনজীদা খাতুন ছিলেন আমাদের বাতিঘর : উন্মেষ সাংস্কৃতিক সংসদ

সনজীদা খাতুনের স্মরণে উন্মেষ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে শুক্রবার ১১এপ্রিল বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্মেষ সাস্কৃতিক সংসদের সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু।

আলোচনা করেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সংস্কৃতি জন রফিউর রাব্বি, কবি হালিম আজাদ, প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, সমমনা'র সাবেক সভাপতি দুলাল সাহা, খেলাঘর সভাপতি জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রীনা আহম্মেদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল।
আলোচকগণ বলেন, ৫২ এর ভাষা আন্দোলনে সনজীদা খাতুন একজন অকুতোভয় সৈনিক ছিলেন। রবীন্দ্রনাথের বিরুদ্ধে ততকালিন পাকিস্তান সরকারের আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেদিনের সে আন্দোলনের কেন্দ্র হিসেবে 'ছায়ানট' গড়ে তুলেছিলেন। বাঙ্গালী জাতির সংস্কৃতি রক্ষার আন্দোলনে তিনি কবি, শিল্পী, সাহিত্যিক ও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। পহেলা বৈশাখকে আনুষ্ঠানিকভাবে তিনি একটা সাংস্কৃতিক উৎসবে রূপদান করেছিলেন।

১৯৬৮-৬৯ এর গণঅভ্যত্থান, ৭০ এর নির্বাচন ও ৭১ এর মুক্তিযুদ্ধে দেশের মানুষকে আন্দোলন সংগ্রামে সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ করেছেন। শতভাগ বিজ্ঞান চেতনার অধিকারি ছিলেন তিনি। শুরু থেকে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন সাহসী এক যোদ্ধা, কখনো কারো কাছে মাথা নত করেননি।

অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সনজীদা খাতুনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

Islam's Group