বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বদি বলেছেন, আপনারা দোকানে দোকানে লাঠি ও বাঁশি রেডি করুন। চাঁদাবাজ ছিনতািকারী দেখলেই লাঠি নিয়ে বের হবেন ধরবেন ওদের। মেরে ফেলবেন না। আমাদের খবর দিবেন, আমরা ধরে পুলিশে দেবো। প্রতিটি দোকানে একটি বাঁশি ও একটি লাঠি রাখবেন। চাঁদাবাজ দেখলেই বাঁশি ফু দিবেন সকলে ঝাঁপিয়ে পড়বে।
রোববার ১৮মে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের মাঝেও কিছু দুষ্কৃতকারী আছে। এদের চিহ্নিত করতে হবে। আমাদের লোককে রক্তাক্ত করল সেই ফুটেজ যায় না, অথচ ছিনতাইকারীকে দুটি বারি দেয়া সেই ফুটেজ থানায় গেছে। আমাদের ব্যাবসায়ীরাই তো দিয়েছে। পুলিশ ওদের না ধরলে আমাদেরই এ কাজ করতে হবে। ওদের পিটিয়ে খাম্বার সাথে বেঁধে রাখতে হবে। ওদের পরিবারের সদস্যদের এনপ বলতে হবে কেন তেমার ছেলে চাঁদাবাজি করে।
বদু বলেন, থানায় গেলে বলে তদন্ত করবে। তদন্তের গুষ্টি কিলাই। পিটিয়ে পঙ্গু বানিয়ে দিবেন। এখানে কোন চাঁদাবাজ, ছিনতাইকারীর ঠাই হবে না। বলেন, এসকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধে করতে আপনাদের এগিয়ে আসতে হবে। চাঁদাবাজি থাকবে না কিন্তু আপনাদের শক্ত হতে হবে। এই শাহ আলম, সানিরা আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি করেছে এখনও করছে। তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। চাঁদাবাজি বন্ধ করতে নির্দেশ দিয়েছে। আপনারা এক পা এগুলো দুই পা পিছিয়ে যান। এটা পরিহার করুন। আপনাদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আপনারা আমাদের জানান না। আমরা বলেছি আমাদের টেলিফোন করবেন। এই দেয়াটা বন্ধ করুন। এই সানি, শাহ আলমের পেছনে আরও কিছু চাঁদাবাজ আছে। আপনারা শক্ত হলে এরা চলে যাবে।
বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহ-সভাপতি সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক আব্দুল হাই, পরিচালক মিজানুর রহমান, পরিচালক পারভেজ মল্লিক, পরিচালক হাজী মো.শাহিন হোসেন, পরিচালক আতাউর রহমান, পরিচালক মনির হোসেন, পরিচালক দুলাল মল্লিক, পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, পরিচালক মাসুদুর রহমান, পরিচালক বৈদ্দনাথ পোদ্দার, পরিচালক সাইফুল ইসলাম হিরু শেখ, পরিচালক নাছির শেখ, পরিচালক আব্দুল সোবহান তালুকদার, পরিচালক বিল্লাল হোসেন, পরিচালক নাছির আহম্মেদ।
আপনার মতামত লিখুন :