News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদকর্মী জিসানের মুক্তি দাবি ছাত্র ফেডারেশনের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৭:৫৫ পিএম সংবাদকর্মী জিসানের মুক্তি দাবি ছাত্র ফেডারেশনের

শনিবার ১৭ মে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে সারাদেশে চলমান মামলা বাণিজ্য এবং সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসান এর গ্রেফতারের নিন্দা জানিয়েছেন।

সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, "সারাদেশের মতো নারায়ণগঞ্জেও মামলা বাণিজ্য এবং প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে, ধারাবাহিক অপচেষ্টা চলছে, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে। রাষ্ট্রযন্ত্রকে বিরোধী কণ্ঠ রোধে ব্যবহারের এই নগ্ন প্রয়াস গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে। এই প্রেক্ষাপটে সাংবাদকর্মী এবং আন্দোলনের সক্রিয় সংগঠক জান্নাতুল ফেরদৌস জিসান-এর গ্রেফতার এই দমননীতির দৃষ্টান্ত। আন্দোলনের সূচনালগ্ন থেকেই জিসান ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামে ছিল। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠনের লক্ষ্যে যারা নিজেদেরকে নিয়োজিত করেছে, তাদের মধ্যে জিসান ছিল অন্যতম। একজন তরুণ সাংবাদকর্মী হিসেবে জিসান যে ভূমিকা রেখে আসছিল, তা মূলত একটি জবাবদিহিতার কাঠামো নির্মাণের অংশ। জিসান যে প্রশ্নগুলো রাষ্ট্রকে করছিল, তা কোনো একক স্বার্থে নয় বরং বৃহৎ জনগোষ্ঠীর অধিকার ও ভবিষ্যৎ নিয়ে। সেই কণ্ঠকে স্তব্ধ করার প্রয়াস কেবল দমনমূলক নয়, তা রাষ্ট্রযন্ত্রের ভয় এবং দুর্বলতাও প্রকাশ করে। 

সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা বলেন,"বাংলাদেশের ইতিহাস বলে, কোনো দমন-পীড়নই মুক্তির আকাক্সক্ষাকে স্তব্ধ করতে পারেনি। আজও জনগন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। জিসানকে কেন্দ্র করে যেটি ঘটে চলেছে, তা নিছক একজন ব্যক্তির বিরুদ্ধে নয়Íএটি একটি ধারাবাহিক রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে প্রতিহিংসা। আমরা মনে করি, এই প্রেক্ষাপট শুধু একজন সাংবাদকর্মী বা ছাত্রকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রীয় দমন নয়, বরং এটি গোটা গণতান্ত্রিক সংস্কৃতির গড়ার প্রয়াসকে বিঘ্ন করা। আমরা প্রত্যাশা রাখি, জান্নাতুল ফেরদৌস জিসানকে মুক্ত করে প্রশাসন মামলা বাণিজ্যের বিপক্ষে নিজেদের অবস্থান জানান দেবে। এমনকি যারা এই ধরণের কাজে যুক্ত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে।

Islam's Group