News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

রোকেয়া দিবসের সমাপনীতে মহিলা পরিষদের সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:০০ পিএম রোকেয়া দিবসের সমাপনীতে মহিলা পরিষদের সভা

রোকেয়া দিবসের সমাপনী উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এবং সুলতানার স্বপ্ন পূরণ অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছেভ

শুক্রবার ৫ ডিসেম্বর বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার শিক্ষা ও সংস্কৃতি উপ-পরিষদের উদ্যোগে রোকেয়া দিবসের সমাপনী অনুষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। 

প্রথম পর্বে সকাল ৮ টায় সুলতানার স্বপ্ন পূরণে অভিযাত্রা (সাইকেল রান) অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উদ্বোধনী ঘোষণা করেন জেলা সভাপতি রীনা আহমেদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলার সাবেক সভাপতিদ্বয় আনজুমান আরা আকসির ও লক্ষ্মী চক্রবর্তী।

সাইকেল রান শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে খানপুর হাসপাতালে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নভেরা সাইকেলিং গ্রুপ।

দ্বিতীয় পর্বে জেলা সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নারায়ণগঞ্জ সিটি পার্কের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক, গবেষক, প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আতিয়া সুলতানা, নভেরা' প্রতিষ্ঠাতা ডা: ফারজানা হোসাইন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন। পরিচালনা করেন শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, কেন্দ্রীয় সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগমসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও পাড়া সদস্যরা।

সংগীত পরিবেশন করেন শিক্ষা ও সংস্কৃতি উপ-পরিষদের সদস্যবৃন্দ। কবিতা আবৃত্তি করেন জেলা সদস্য ফাহমিদা আজাদ। রচনা প্রতিযোগিতা ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে পুজা সাহা, সামন্তী রায় ও ফাতেমা মোস্তফা। সুলতানার স্বপ্ন পূরণ অভিযাত্রায় (সাইকেল রান) ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে খাদিজা আক্তার শিখা, সামিয়া আলী ও নীলিমা মল্লিক। তাদের রোকেয়া রচনাবলী ও সুলতানার স্বপ্ন বই উপহার দেয়া হয়।

এবছর আগষ্ট থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী রোকেয়া দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। নারায়ণগঞ্জ জেলাও বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা সভা, তাঁর বিখ্যাত লেখনি "সুলতানার স্বপ্ন" নিয়ে বিশেষ আলোচনা সভা, পাঠচক্র, রচনা প্রতিযোগিতা, সাইকেল রান, পত্রিকায় লেখা প্রকাশসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। 

Islam's Group