News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নগরীতে মশাল মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:১৪ পিএম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নগরীতে মশাল মিছিল

চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়ার পরিকল্পনা ও লালদিয়ার চর কন্টেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৫ ডিসেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও সন্ধ্যায় শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) জেলার সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর কমিটির এস এম আসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,  ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সৈয়দ হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট জেলার সংগঠক সোলেমান দেওয়ান।

নেতৃবৃন্দ আরও বলেন, গতকাল পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাম-প্রগতিশীল, গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দলের উদ্যোগে বন্দর রক্ষার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখী শান্তিপূর্ণ মিছিলে সম্পূর্ণ বিনা উস্কানীতে কাকরাইল মোড়ে পুলিশ হামলা ও লাঠিচার্জ করে। দেশের জনগণ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছে কিন্তু বর্তমান ইউনূস সরকারও বিগত ফ্যাসিবাদী সরকারের মতোই সংবিধান বর্ণিত সভা-সমাবেশ, মিছিল করার নাগরিক গণতান্ত্রিক অধিকার হরণ করছে, দমন-পীড়ন করে আন্দোলন নস্যাতের পাঁয়তারা করছে।

নেতৃবৃন্দ চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়ার পরিকল্পনা ও লালদিয়ার চর কন্টেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি অবিলম্বে বাতিল এবং ঢাকায় মিছিলে হামলাকারী পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি করেন।

Islam's Group