News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

১৮ দফা দাবি আদায়ে শ্রমিক সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:২১ পিএম ১৮ দফা দাবি আদায়ে শ্রমিক সমাবেশ

শুক্রবার ৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জের ইসদাইর বাজারে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র মাসদাইর-বিসিক আঞ্চলিক কমিটির সভাপতি সৈয়দ মোফাজ্জল হক এবং সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম আনিসুজ্জামান। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আ. সালাম বাবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সিপিবি নেতা রনজিত কুমার দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন, জেলা কমিটির সদস্য মো. রাব্বি মিয়া, আদমজী ইপিজেড আঞ্চলিক কমিটির নেত্রী মোসাম্মদ মাহামুদা প্রমূখ।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নেওয়ার কথা বলে কথা রাখেনি। শ্রমিকরা দাবি করলে গুলি করা হয়েছে। শত শত কারখানা বন্ধ। লাখ লাখ শ্রমিক চাকরিচ্যুত হয়েছে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের ব্যাবস্থা করার কথার কথা বলে তা বাস্তবায়ন করা হয়নি। ইউনুস সরকার গার্মেন্টস শ্রমিকদের সাথে মুনাফেকি করেছে। সরকারের ভ্রান্ত নীতির কারণে শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি বিপর্যস্ত। আমেরিকাকে খুশি করতে লাভজনক পোর্ট বিদেশিদের কাছে ইজারা দিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে সকল শ্রমিকদের ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি।

Islam's Group