News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আড়াইহাজারে ৪ দোকানীকে অর্থদন্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৪:১৯ পিএম আড়াইহাজারে ৪ দোকানীকে অর্থদন্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন জানান, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছে উপজেলা সদরে অবস্থিত আম্বর রেস্টুরেন্ট বাসি ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করে আসছিল। অভিযোগের তদন্ত করতে এসে আম্বর রেস্টুরেন্টে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে এই সকল অভিযোগে ম্যানেজার অনিককে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এই সময় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন বেকারীর পণ্য জনসম্মুখে ফেলে দেওয়া হয়। পরে ঢাকা কাবাবের মালিক সাইফুলকে ২ হাজার টাকা, মনির ও জোবায়েরের ওষুধের ফার্মেসীকে ১ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Islam's Group